সিলেটে কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা
সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বুধবার সকাল ১০ টায় সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালায় আয়োজন করা হয়। কর্মশালায় কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি কৃষি কল্যাণ ট্রাস্টের উদ্বোধন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপপরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান। সিলেটের বর্তমান কৃষি পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপক কুমার দাস, সিলেটের কৃষির অগ্রগতি এবং করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), ডিএই, খামারবাড়ি, ঢাকা এর প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
কর্মশালায় প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী কৃষি বিভাগের কাজের স্পৃহার প্রশংসা করেন এবং কৃষির প্রতিটি ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষক ও কৃষি উদ্যোক্তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা উল্লেখ করেন। কৃষকরা যেন সঠিক সময়ে তাদের চাহিদা মোতাবেক কৃষিঋণ পায় সেজন্য কৃষিঋণ কমিটির তদারকি বাড়ানোর নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কৃষি গবেষণা সেক্টরে নীরব বিপ্লব ঘটেছে এটাকে অব্যাহত রাখতে হবে। তিনি সকলকে আউট অব দ্যা বক্স চিন্তার মাধ্যমে সীমাবদ্ধ সম্পদকে কাজে লাগিয়ে সিলেটের কৃষিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
মুক্ত আলোচনাপর্বে সকল উপজেলার কৃষক, বিভিন্ন দপ্তর হতে আগত কর্মকর্তা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিশেষজ্ঞসহ সব ধরনের স্টেকহোল্ডারদের হতে গঠনমূলক মতামত নেয়া হয়, যা পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। কর্মশালায় বজ্রপাতে মারা গিয়েছে এ রকম ৪ কৃষক পরিবারের প্রত্যেকের মাঝে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সিলেট জেলার অনাবাদী কৃষি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে আগামী ২৫ নভেম্বরের মধ্যে একটি কর্মপরিকল্পনা দাখিল করার জন্য ডিডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে পরামর্শ প্রদান করেন। কর্মশালায় জেলা প্রশাসন, ডিএই, ব্রি, বারি, এআইএস, ডেম, বিএডিসি, ডিএলএসসহ অন্যান্য সংস্থার জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply