সিলেটে কুকুরের সন্ধানে মানববন্ধন ! সমাধান না করে “মেহমান” রেষ্ঠুরেন্ঠের যাত্রা শুরু !
অনলাইন ডেস্ক
সিলেটের জিন্দাবাজারের সিতারা ম্যানশনে সবার প্রিয় কুকুর ‘বজো’। সম্প্রতি ওই কুকুর ও তার পরিবার নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রিয় পাড়া-পোষা কুকুরদের খোঁজ না মেলায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন প্রাণীপ্রেমিরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ ঘটনায় জিন্দাবাজার পয়েন্টসংলগ্ন সিতারা ম্যানশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনের বক্তব্য রাখেন নিখোঁজ কুকুরের পরিচর্যাকারী পিনাক ঘোষ, পরিবেশ প্রেমী রবিন সায়েম, সংবাদকর্মী নয়ন সরকার, আশিষ দেবনাথ, সায়মা বেগম, নীলাঞ্জনা, কবির মিয়া, এনায়েতুল্লাহ, পরিবেশ প্রেমি মদরিস আলী, বৃক্ষপ্রেমিক সাজন মিয়া প্রমুখ।
আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় একটি নতুন রেস্টুরেন্টের লোকজন কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে বা হত্যা করেছে।
জানা গেছে, জিন্দাবাজারের সিতারা ম্যানশন এলাকায় বহু বছর ধরে কয়েকটি পাড়া-পোষা কুকুর ছিল। স্থানীয় তরুণ-তরুণীরা নিয়মিত তাদের খাবার দিতেন, এমনকি কুকুরগুলোর রেবিস ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। ওই কুকুর পরিবারের মধ্যে সবচেয়ে আদরের ছিল ‘বজো’। তবে প্রায় তিন সপ্তাহ আগে বজোর চারটি বাচ্চার মধ্যে দুটি হঠাৎ নিখোঁজ হয়। এরপর একে একে বজো, তার মা এবং বাকি কুকুরগুলোও উধাও হয়ে যায়।
স্থানীয়দের দাবি, সিতারা ম্যানশনের সামনেই নতুন করে গড়ে ওঠা ‘মেহমান রেস্টুরেন্ট’ কর্তৃপক্ষ কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে।
অভিযোগ রয়েছে, রেস্টুরেন্টের গার্ডরা স্থানীয়দের বলেছেন, কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে দূরে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন, সেগুলোকে এয়ারপোর্ট এলাকার দিকে ফেলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় এক তরুণ বলেন, বজো আমাদের চোখের সামনে বড় হয়েছে। ওদের প্রতি আমাদের অন্যরকম ভালোবাসা। প্রাণীর প্রতি মায়া হারালে মানুষও মানুষ থাকে না।
Leave a Reply