1. admin@dailybdfreepress.com : admin :
January 16, 2026, 3:56 am

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫’র বর্ণাঢ্য উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
  • 61 Time View

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫’র বর্ণাঢ্য উদ্বোধন

ডেস্ক রিপোট

প্রযুক্তি ও সৃজনশীলতার মহোৎসবে শুরু হয়েছে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২৫’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের এই ফেস্ট উদ্বোধন করা হয়। সিএসই সোসাইটির উদ্যোগে এই ফেস্টের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর ডিন (ভারপ্রাপ্ত) মাহফুজুল হাসান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন (ভারপ্রাপ্ত) অনিক বিশ্বাস, পরিচালক (অর্থ) ইনামুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জাহেদ হোসেন গজনভী।

এছাড়াও বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই ফেস্ট ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বছরের ফেস্টের মূল আকর্ষণ “ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (IUPC)”। দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান—বুয়েট, চুয়েট, ঢাবি, শাবিসহ প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি দেশের তরুণ প্রোগ্রামারদের মাঝে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও কোডিং দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি ফেস্টে থাকছে শিক্ষার্থীদের জন্য নানামুখী প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন। এর মধ্যে রয়েছে- টাইপিং প্রতিযোগিতা, স্টুডেন্ট অফ দ্য ফেস্ট নির্বাচন, ডিজাইন প্রতিযোগিতা, আইডিয়াথন, সিভি ও পোর্টফোলিও প্রতিযোগিতা, IUPC মক কনটেস্ট, ই-ফুটবল, PUBG-M প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, রুবিক্স কিউব প্রতিযোগিতা। থাকছে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যাও।

আয়োজক সিএসই সোসাইটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি-দক্ষতা ও সৃজনশীলতার উৎকর্ষ সাধনে ফেস্টটি এ বছর আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us