সিলেটে র্যাব-পুলিশের জা লে ৭ জন
নিজস্ব প্রতিবেদক
সিলেটে র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে একদিনে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে কেউ জুয়া খেলা ও কেউবা চোরাচালান আবার কেউ মামলার পলাতক এজাহারনামীয় আসামি। সরকারি কাজে বাঁধা দেয়ায় পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় আসামিও রয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সিলেট নগরী ও জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে লাক্কাতুরা এলাকা থেকে চারজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার নন-এফআইআর নং–১৭৬/২৫, তারিখ ০৩/১২/২০২৫, এসএমপি অ্যাক্ট ৯৫ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সজিব খান (২২), মোঃ আলমগীর হোসেন (২৪), মোঃ টিপু সুলতান (৩০) ও শ্রী মিলন দাশ (৫৮)।
একইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে থেকে জাকির হোসেন (২৬) ও মো. জুনায়েদ (১৮) নামের দুই চোরাকারবারীকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ লাখ ৭৬ হাজার টাকার ১৬০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) জব্দ করা হয়। চোরাইমাল বহনকারী ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অন্যদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেটের কোম্পানীগঞ্জ থানাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসল্ট ও সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলার এজাহারনামীয় পলাতক আসামি শাহাবুদ্দিন (৩২)-কে গ্রেফতার করে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে এফআইআর নং–৮, তারিখ ১২/০২/২০২৫, ধারা ১৪৩/১৮৬/৩৫৩/৪৩৬/৩৪ পেনাল কোড–এর অধীনে মামলা চলমান।
র্যাব জানায়, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পাথরবোঝাই ট্রাক্টর জব্দের সময় বিবাদীরা পুলিশের ওপর হামলা, পাথর নিক্ষেপ এবং পুলিশ পোস্টে অগ্নিসংযোগ করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে র্যাবের অভিযান চলবে।’ তিনি আরও জানান, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাব-৯ মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানান নৃশংস ও চাঞ্চল্যকর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ সমাজ বিনির্মাণে এ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জুয়া, চোরাচালান ও সহিংস মামলার আসামিদের গ্রেফতার-সব মিলিয়ে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে। র্যাব ও পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।’
Leave a Reply