সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ দুপুরে হামলার শিকার হন। এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনারও সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল শনিবার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিকেল ৩টায় শুরু হওয়া এ প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে কর্মসূচিটি সফল করতে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি
Leave a Reply