ছাতকে ‘ডেবিল হান্ট ফেজ-২’ অভিযানে আ. লীগের ৪ নেতা গ্রে ফ তা র
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)) উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের ছাতক থানা থেকে সুনামগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ছাতক থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘ডেবিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে জুনেদ হাসান (৩৪)। তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ছাতক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া আমিনুল হক (৪৪), তিনি উপজেলার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের গোলাম আম্বিয়ার ছেলে এবং ৩নং ছাতক সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
অপর দুইজন হলেন- উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের রামনগর (দশঘর) গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মতছির আলী (৫৮) এবং একই এলাকার বাসিন্দা সমস উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই অভিযান সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সুনামগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উদ্যোগকে স্বাগত জানালেও, আবার অনেকে দাবি করছেন- আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন।
তবে পুলিশ বলছে, তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ছাতক উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবেই ‘ডেবিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Leave a Reply