রুহের মাগফেরাত কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে
চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। তেলাওয়াত করেন সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমদ আমুকুনী।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও আব্দুর রকিব তুহিন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক কাপ্তান মিয়া, আকিকুর রহমান, আজির উদ্দিন, আব্দুল রহমান দুদু, আবুল হোসেন, আলেক মিয়া, হোসেন আহমদ, জাবেদ আহমদ, লায়েক মিয়া, মনিরুল ইসলাম, নাহিদুর রহমান, ফরহাদুরজ্জামান আহমদ, আবুল কালাম, লিলু মিয়া, আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, আব্দুর রহিম, আব্দুস শহিদ বেলাল, তানভীর আহমেদ, দিদার আহমেদ, সাগর আহমেদ, মো. আব্দুল্লাহ, রজব আহমদ, শাহজাহান মিয়া, এমদাদুল হক স্বপন. আজিজুর রহমান, গোলজার আহমদ, জাকারিয়া ইমরুল, সুহেল আহমদ, জাবেদ আহমদ, আব্দুল জলিলসহ হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদসহ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও নগরীর আখালিয়া, মদিনা মার্কেট, টিলাগড়সহ বিভিন্ন মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।
মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্রজনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিগত ছাত্রজনতার আন্দোলনে আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া অংশগ্রহণ করেন বাগবাড়ি এতিম স্কুলের শিক্ষার্থী, নগরীর বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। -বিজ্ঞপ্তি
Leave a Reply