1. admin@dailybdfreepress.com : admin :
November 18, 2025, 7:39 am

স্যালুট আবদুল কুদ্দুস চৌধুরী পুলিশ কমিশনার

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
  • 119 Time View

স্যালুট আবদুল কুদ্দুস চৌধুরী পুলিশ কমিশনার

এসএমপির জিনিয়া অ্যাপ চালু : প্রাথমিকভাবে দুই সেবা, ভবিষ্যতে ১৬টি সেবা চালু করা হবে : পুলিশ কমিশনার

ডেস্ক রিপোট : পুলিশের সেবা আরও সহজ করতে এবার GenieA অ্যাপস চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে চালু হবে এই অ্যাপ। প্রাথমিকভাবে দুই সেবা মিলবে এসএমপির অ্যাপে। তবে পর্যায়ক্রমে এসএমপির কোতোয়ালী, দক্ষিণ সুরমা, বিমানবন্দর ও জালালাবাদ থানায়ও এই অ্যাপ চালু করা হবে। বুধবার দুপুরে এসএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে এই অ্যাপসের উদ্বোধন করেন এসএমপির কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

 

অ্যাপসের উদ্বোধন করে এসএমপির কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেন, জিনিয়া অ্যাপে ভবিষ্যতে ১৬টি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সব ফিচার চালু করা হবে। তিনি বলেন, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পর্যায়ক্রমে এই অ্যাপে নিম্নোক্ত ফিচারগুলো চালু করা হবে। সেগুলো হচ্ছে, সিসিটিভি মনিটরিং ও অও-ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া, পুরো শহরকে ড্রোনের নজরদারির আওতায় আনা, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্লকচেইন প্রযুক্তি সাক্ষ্যপ্রমাণ ও বিচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা, সিটিজেন ইন্টারঅ্যাকশন নাগরিকরা এবহরবঅ অ্যাপের মাধ্যমে যেকোনো বিষয়ে মতামত জানানো ও আলোচনা করা এবং অও-ভিত্তিক আইনি সহায়তা অর্থাৎ যেকোনো সমস্যায় আইনি পরামর্শ পাওয়া যাবে।

 

পুলিশ কমিশনার বলেন, অ্যাপকে বললে জিডির আকারে লিখে দেবে মামলা। অ্যাপকে বললে সুন্দরভাবে এজাহারের নিয়মে মামলা লিখে দেবে আবার যাচাই-বাছাই করে ওকে করলে তা আমাদের সিস্টেমে চলে আসবে। অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত ইন্ডাকশন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাগুলোকে একত্রিত করে সমন্বিতভাবে জরুরি সেবায় যুক্ত করা হবে। অ্যাপে কোনো দুর্ঘটনার খবর জানালে তা ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ক্রাইম হিট ম্যাপ কোন এলাকায় কোন অপরাধ বেশি হচ্ছে, কোথায় যানজট ইত্যাদি জানা যাবে। এছাড়া ট্রাফিক ফাইন অ্যাপের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা, ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার ও পাঠাও সার্ভিস এবং সিএনজির অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে এই অ্যাপটি সহায়ক হবে। যারা সাইবার বুলিং করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি, আপনারা আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন।

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, GenieA অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং iOS থেকে ডাউনলোড করা যাবে। প্রাথমিকভাবে দুই সেবা মিলবে এসএমপির অ্যাপে। প্রথমটি হচ্ছে, যেকোনো বিপদে পুলিশের সহায়তা চেয়ে অ্যাপসের এসওএস বাটনে ক্লিক করলে এসএমপির কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে পরিচয়সহ মেসেজ যাবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশের নিকট মেসেজ যাবে। নিকটবর্তী থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, ইনসিডেন্ট রিপোর্টিং। অর্থাৎ অপরাধীর তথ্য পাঠাতে পারবেন যেকেউ। এখানে চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার দেখবেন, এমন অপশনও যোগ করা আছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ১৬টি সেবা এই অ্যাপে চালু করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে কয়েক মাস আগে অনলাইনে এসএমপির সব থানায় অনলাইন সেবাও চালু করা হয়েছে। তবে পুলিশি সেবা আরও সহজ করতে এবার অ্যাপ চালু করলো ২০০৬ সালে যাত্রা শুরু করা সিলেট মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us