বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক মন্দির পরিদর্শন করেছেন
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মো: সারোয়ার আলম। এ সময় তাঁর সাথে ছিলেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান।
পূজা মণ্ডপগুলোতে পূজারীর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও সরকারি সেবার সার্বিক দিক ঘুরে দেখেন তাঁরা। জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন—“পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে যতটুকু প্রয়োজন সবকিছুই করা হবে।”
পূজা মণ্ডপে উপস্থিত সাধারণ মানুষ জেলা প্রশাসক ও শীর্ষ কর্মকর্তাদের আন্তরিক উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply