সিরাজ ভাইয়ের মতো মানুষই আমাদের প্রেরণা, আমাদের গর্ব-ফয়সল আহমদ চৌধুরী
২০১৮ সালের নির্বাচনের উত্তপ্ত সময়, যখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের খবর আসত, তখন গ্রামের পাহারায় থাকতেন আমাদের প্রিয় সিরাজ ভাই।
হুইসেলের শব্দে তিনি সবাইকে সতর্ক করে দিতেন — তাঁর সেই সংকেতই ছিল আমাদের নিরাপত্তার প্রতীক।
আজ সেই সাহসী মানুষটি লড়ছেন দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে।
বললেন, “আল্লাহ যেন আমাকে অন্তত তোমাকে ভোট দিতে দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন।”
আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘদিন আমাদের মাঝে রাখেন।
সিরাজ ভাইয়ের মতো মানুষই আমাদের প্রেরণা, আমাদের গর্ব।
লেখক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
Leave a Reply