1. admin@dailybdfreepress.com : admin :
November 18, 2025, 6:15 am

অ্যাডভোকেট কানন আলমের মায়ের মৃ ত্যু তে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক

  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫
  • 76 Time View

অ্যাডভোকেট কানন আলমের মায়ের মৃ ত্যু তে দোয়ারাবাজার প্রেসক্লাবের শোক

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কানন আলমের মাতা সিতারা বেগম (৫৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি —– রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ওইদিন বাদ আসর মরহুমার নিজ গ্রাম উপজেলার আজমপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা বলেন, মরহুম সিতারা বেগম ছিলেন একজন আদর্শবান ধার্মিক, সদালাপী ও মমতাময়ী নারী। তাঁর অকাল মৃত্যুতে দোয়ারাবাজারের সামাজিক পরিমণ্ডলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Effective News
Theme Customized By Positiveit.us