ওসমানী মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগ কর্মী আ*ট*ক
নিউজ ডেস্ক
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে ছাত্রজনতা। তার নাম সোমিক সাজিদ (২৪)।
রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সোমিক গাজিপুরের কাপাসিয়া থানার খুদাদিয়া গ্রামের নুরুল ইসলাম ও কামরুননাহারের ছেলে। বর্তমানে সোমিক নগরীর কাজলশাহ এলাকার ই ব্লকের ১০৮নং বাসার অধিবাসী।
কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ কথা কটাকাটির জেরে তাকে ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একদল শিক্ষার্থী তাকে মারধোর করে ভাইস প্রিন্সিপালের রুমে আটকে রাখে।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সুমন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং সোমিক সাজিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
সুমন জানান, সে ফ্যাসিস্টের দোসর কি না পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তিনি পুলিশ হেফাজতেই আছেন।
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন সুমন।
Leave a Reply