রতনে রতন চিনে !
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জের রতন শেখ
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ. পিপিএম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
রবিবার (৯ নভেম্বর) সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।
শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, কোম্পানীগঞ্জ থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল। এ লক্ষ্যেই কোম্পানীগঞ্জ থানার সকল কর্মকর্তা সিলেট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। ভালো কাজ করার এ ধারায় স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা লাভ করেছি। এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন কোম্পানীগঞ্জ থানা পুলিশের।
ভবিষ্যতেও ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি পুলিশ ও জনসাধারণ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply