সজল আহমেদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সা়ংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সময় এসেছে বাংলাদেশে সুস্থ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক সুরক্ষা জরুরী। তিনি গতকাল ১১ নভেম্বর সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ৫১ লক্ষ ২০ হাজার টাকার প্রাথমিক তহবিল সংগ্রহ করে ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ সা়ংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে সাংবাদিকদের কল্যাণে ওয়েল ফেয়ার ফান্ড গঠন, এটি একটি মাইলফলক ঘটনা। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সততা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড এর সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মোঃ জামাল মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন আব্বাস,বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সদস্য আব্দুস সালাম মুন্না,মোঃ নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোস্তাক আহমদ মোস্তফা, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির , বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আব্দুল্লাহ।অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফান্ডের গোল্ডেন মেম্বারদেরকে সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply