প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেবে সিলেট জেলা প্রশাসন, আবেদন আহ্বান
ডেস্ক রিপোট
দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে গুরুত্বপ‚র্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা জানাবে সিলেট জেলা প্রশাসন। এ উপলক্ষে যোগ্য প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভমিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভ‚মিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। আবেদন পাঠানো যাবে ই-মেইলে adeeducitzszlhet@mopa.gov.bd| এছাড়া আবেদনপত্র জেলা প্রশাসকের ওয়েবসাইট www.szlhet.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনকারীরা সরাসরি প্রধান কর্মসংস্থান কর্মকর্তা, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা দেশের উন্নয়নের এক অদম্য শক্তি। তাদের অবদানকে স্বীকৃতি দিতে সিলেট জেলা প্রশাসন নিয়মিতভাবে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান অব্যাহত রাখবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী অধ্যুষিত উপজেলা ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনও এমন তথ্য ফেসবুকে পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘সিলেটের মাটির টানে, প্রবাসীদের সম্মানে প্রবাসী সম্মাননা ২০২৫’ এক অনন্য আয়োজন।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫-এ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সিলেটে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে।
Leave a Reply