মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘আনলকিং স্পেস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ডেস্ক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “Unlocking Space for Bangladesh: Multidisciplinary Opportunities and Innovations” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পেস-টেক উদ্ভাবনী প্রতিষ্ঠান ধূমকেতুএক্স (DhumketuX)।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধূমকেতুএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আল রহমান। তিনি বাংলাদেশে মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা, বহুমাত্রিক পেশাগত সুযোগ, গবেষণার দিকনির্দেশনা এবং ভবিষ্যতের উদ্ভাবনী ধারাবাহিকতা নিয়ে সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক আলোচনা উপস্থাপন করেন।
সেমিনারে ইইই, সিএসই এবং সফটয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জিজ্ঞাসার ভিত্তিতে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে নাহিয়ান আল রহমান বাস্তব অভিজ্ঞতার আলোকে স্পেস টেকনোলজির নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইকিউএসি’র পরিচালক প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাফওয়ান উদ্দিন আহমেদ, ধূমকেতুএক্স-এর হেড অব ম্যানেজমেন্ট মো. আবু হানজালা রহমান মুন্না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের শেষে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ও ধূমকেতুএক্স–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই স্মারকের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গবেষণা সুযোগ, স্কিল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সংক্রান্ত নতুন দ্বার উন্মুক্ত হওয়ার আশা ব্যক্ত করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
ইইই বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও প্রযুক্তিমুখী আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply